বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে যুক্তরাজ্যে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে যুক্তরাজ্যে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক
যুক্তরাজ্যে অবস্থিত মানি ট্রান্সফার কোম্পানিগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক।

‘হটাব হুন্ডি, বাঁচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একযোগে কাজ কার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাজ্যে অবস্থিত মানি ট্রান্সফার কোম্পানিগুলো। 

বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে মানি ট্রান্সফার কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 


বিজ্ঞাপন


যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ ইকোনোমিক কাউন্সিলরের উপস্থিতিতে এ বৈঠকে বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স কীভাবে পাঠানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় নেক গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশি এনআরবি মানি ট্রান্সফার কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকরাম ফরাজী, ব্র্যাক সাজনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালামসহ বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাসহ অনেক প্রবাসী উপস্থিত ছিলেন।

নেক গ্রুপের চেয়ারম্যান ইকরাম ফরাজী বলেন, বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের এই ধরনের আলোচনা সভা বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।


বিজ্ঞাপন


তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আশ্বস্ত করে বলেন, ‘হটাব হুন্ডি, বাঁচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক এবং আমরা প্রবাসীদের সঙ্গে একযোগে কাজ করতে চাই। দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে আমরা কাজ করতে চাই।

প্রসঙ্গত, চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।  

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর