চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এবছর পৌনে ৮ লাখ কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে গরু, মহিষ ও ছাগলের চামড়া রয়েছে।
সোমবার (০৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় জানায়, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোডিংয়ে এবার সাত লাখ ৭৪ হাজার ৭৫৬ টি বিভিন্ন পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে। চট্টগ্রাম বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
এরমধ্যে গরু ও মহিষের চামড়া সংখ্যা সাত লাখ ৪৫৪টি ও ছাগলের চামড়ার সংখ্যা ৭৪ হাজার তিনশ দুইটি ।
কোন জেলায় কত চামড়া সংরক্ষণ হয়েছে?
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রাম জেলায় ২ লাখ ৭২ হাজার ১০০, কক্সবাজার জেলায় ৩৭ হাজার ৮৮৯, নোয়াখালীতে ১ লাখ ১৩ হাজার ৮৮১, চাঁদপুরে ১৩ হাজার ৬৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯ হাজার ৭৮১, খাগড়াছড়িতে ৫ হাজার ৮৪৯, লক্ষ্মীপুরে ১১ হাজার ৮৩৭, ফেনীতে ১৩ হাজার ৫০৯, রাঙামাটিতে ২ হাজার ৮৪৮, বান্দরবানে ২ হাজার ২৯২ ও কুমিল্লা জেলায় ১ লাখ ৯১ হাজার ৭৮৫টি চামড়া সংরক্ষণ করা হয়েছে।
বিজ্ঞাপন
জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবণ দিয়ে।
উল্লেখ্য, এবছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা,মসজিদ ও মাদ্রাসাসমূহে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিকটন লবন সরবারহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।
এমআর/ইএ