২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য অশ্বডিম্ব রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল হোসাইন।
তিনি বলেন, এ কারণে বাজেট ঘোষণার পরে শেয়ারবাজারে পতন হয়েছে। অথচ বাজেটকে শেয়ারবাজারবান্ধব বলে দালালি করছে বিএসইসি, ডিএসই ও সিএসই। তারা হয়তো কোনো সুবিধার আশায় এই দালালি করছেন।
বিজ্ঞাপন
বুধবার (৪ জুন) সংগঠনটির আয়োজিত বাজেট প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলন থেকে এমন মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে এস এম ইকবাল হোসাইন বলেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার ধ্বংসে আজরাইল হিসেবে এসেছেন। এদের শেয়ারবাজারের স্বার্থে দ্রুত অপসারণ করতে হবে। যা হবে বিনিয়োগকারীদের জন্য ঈদ উপহার।
তিন বলেন, শেয়ারবাজারের স্বার্থে দ্রুত অর্থ উপদেষ্টা ও বিএসইসি চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। না হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না এবং শেয়ারবাজার ধ্বংস হয়ে যাবে। আর যদি ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাদের অপসারণ না করতে পারে, তাহলে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এতে করেও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। কারণ, নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে এবং সালেহউদ্দিন ও মাকসুদকে দায়িত্ব থেকে সরে যেতে হবে।
তিনি আরও বলেন, রাশেদ মাকসুদ বালাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনকে আওয়ামী স্বৈরাচারের দোসর হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। যাতে আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলতে না পারি। কিন্তু তিনি এবং অর্থ উপদেষ্টাই স্বৈরাচারের দোসর হিসেবে প্রমাণিত হয়েছেন।
বিজ্ঞাপন
এমআর/এএইচ