পবিত্র ঈদুল আজহার আগে শেষ কার্যদিবস আজ। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। ফলে ব্যাংক লেনদেনেরও আজ শেষ দিন হওয়ায় ঈদের ছুটির আগে ব্যাংক ও বুথগুলোতে টাকা তোলার হিড়িক পড়েছে।
বুধবার (৪ জুন) রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখাগুলো ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি শাখাতেই গ্রাহকের উপচে পড়া ভিড়। একইভাবে টাকা তুলতে দেখা গেছে এটিএম বুথগুলোতেও। এসময় জমা দেওয়ার চেয়ে উত্তোলন বেশি ছিল গ্রাহকদের।
বিজ্ঞাপন
এদিন সকাল থেকেই ব্যাংকগুলোর শাখায় দেখা যায়, ঈদকে কেন্দ্র করে বেড়েছে গ্রাহকের চাপ। কেউ অগ্রিম টাকা তুলছেন, আবার কেউবা নিজের সঞ্চয় ভাঙছেন। তবে গ্রাহকদের বাড়তি চাপকে সামাল দিতে আগে থেকেই সেবার পরিসর বাড়িয়ে রেখেছিল অধিকাংশ ব্যাংক।
টাকা তুলতে সোনালী ব্যাংকে এসেছেন গ্রাহক আসাদ। তিনি বলেন, ‘আমার ছোট একটা প্রতিষ্ঠান আছে, সেখানে ২০-২৫জন মানুষের কর্মসংস্থান। তাদের বোনাস আগেই হয়েছে, আজ বেতন দিতে হবে। আবার গরু কেনাও হয়নি। সব মিলে কিছু টাকার প্রয়োজনে ব্যাংকে এসেছি।’
শফিকুল ইসলাম নামে অগ্রণী ব্যাংকের এক গ্রাহক জানান, ‘ঈদের আগে সালামি দিতে হবে নাতিনদের। গরু কেনাসহ নানান খরচ আছে। এজন্য কিছু নগদ টাকার প্রয়োজন, তাই ব্যাংকে এসেছি।’
বিজ্ঞাপন
সাব্বির আহমেদ নামে এক গ্রাহক বলেন, ‘অ্যাকাউন্টে ঈদ বোনাসসহ বেতন এসেছে। গ্রামে পরিবার-পরিজনদের জন্য টাকা পাঠাতে হবে। সেখানে বাবা-মা আছেন, তাদের কেনাকাটা আছে। সব মিলিয়ে ব্যাংকের আসা।’
সোনালী ব্যাংক কর্মকর্তা পারভেজ বলেন, ‘সাধারণত উৎসবকে কেন্দ্র করে টাকার প্রয়োজন হয় সবার। কারও প্রয়োজন শপিংয়ে, আবার কারও কোরবানির পশু কেনার জন্য। কারও কারও গ্রামের বাড়িতে যাওয়ার জন্য টাকার প্রয়োজন। অনেকেই নিজ প্রতিষ্ঠানের বেতন-ভাতা পরিশোধ করবেন। সে কারণে শেষ কর্মদিবসে ব্যাংকে গ্রাহকের উপস্থিতি বাড়বে, এটা ধরে নিয়েই আমরা আমাদের কাজে এগিয়ে নিচ্ছি। এ নিয়ে পূর্ব প্রস্তুতি ছিল। এ জন্য কোনো ভোগান্তিতে পড়তে হয়নি গ্রাহকদের।’
অগ্রণী ব্যাংক কর্মকর্তা মাহবুব বলেন, ‘প্রতি বছরই ঈদের আগে শেষ কর্মদিবসে গ্রাহক বেশি বেশি টাকা উত্তোলন করেন। জমার চেয়ে তাদের উত্তোলন বেশি হওয়ায় ব্যাংকেরও পূর্ব প্রস্তুতি থাকে। আজ সকাল থেকেই গ্রাহক উপস্থিতি রয়েছে। আমরাও চেষ্টা করছি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে।’
সারাদেশে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ছুটি শুরু আগামীকাল (৫ জুন) থেকে। শেষ হবে ১৪ জুন। ঈদের ছুটি শুরুর আগে গত ১৭ মে ও ২৪ মে শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়।
টিএই/এএইচ