আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বলপয়েন্ট কলমের ওপর থেকে সব ধরনের ভ্যাট ও শুল্ক পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এতে দেশীয় উৎপাদিত বলপয়েন্ট কলমের দাম কমবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২ জুন) বিকেল বাজেট ঘোষণার সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কলমের ওপর থেকে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বলপয়েন্ট কলমের কালি আমদানির ক্ষেত্রে কাস্টমস শুল্ক দিতে হয় ১০ শতাংশ হারে। এছাড়া উৎসে কর ৫ শতাংশ এবং অগ্রিম কর দিতে হয় ৫ শতাংশ। সবমিলিয়ে ২০ শতাংশ শুল্ক ও কর রয়েছে বলপয়েন্ট কলমের ওপর।
জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলপয়েন্ট কলমের উৎপাদনপর্যায়ে ১৫ শতাংশ কর আরোপ করা হয়েছিল। সমালোচনার মুখে পরে তা কমিয়ে ৫ শতাংশ করা হয়। এর পরপরই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাখাত সংশ্লিষ্টরা কলমের ওপর সব ধরনের ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।
অবশেষে অন্তর্বর্তী সরকার সেই দাবি মেনে নিয়ে বলপয়েন্ট কলমের ওপর সব ভ্যাট-শুল্ক প্রত্যাহার করেছে। এতে শিক্ষার অন্যতম প্রধান উপকরণ বলপয়েন্ট কলমের দাম কমবে।
দেশে বর্তমানে ম্যাটাডর, অলিম্পিক, ইকোনো, আরএফএল, মেঘনাসহ বেশ কয়েকটি কোম্পানি বলপয়েন্ট কলম উৎপাদন করে। প্রতিষ্ঠানগুলো বলপয়েন্ট কলমের জন্য কালি আমদানি করে থাকে।
বিজ্ঞাপন
এএসএল/এমএইচটি