সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

নতুন নোটে স্থান পেল ঐতিহ্যবাহী তিন মসজিদের ছবি

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

NOte
নতুন ১০০, ১০ ও ৫ টাকা নোটের ছবি।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সব নতুন নোটের ছবি প্রকাশ করেছে সকল ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। সেখানে তিনটি নোটে স্থান পেয়েছে দেশের ঐতিহ্যবাহী তিনটি মসজিদের ছবি।

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০, ৫০ ও ১০০০ টাকার নোটের পর ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমানের কারেন্সি নোট প্রকাশের কথা জানানো হয়।


বিজ্ঞাপন


এর মধ্যে ১০০ টাকার নোটে দেখা গেছে ১৫০০ শতকে বাগেরহাটে নির্মিত ষাট গম্বুজ মসজিদের ছবি। ১০ টাকার নোটে স্থান পেয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি। আর পাঁচ টাকার নোটে রয়েছে পুরান ঢাকার তারা মসজিদের ছবি।

এদিকে ২০ টাকার আগের নোটে ছিল ষাট গম্বুজ মসজিদের ছবি। তবে কিছুদিন আগে গুঞ্জন ওঠে, ২০ টাকার নতুন নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি সেঁটে দেওয়া হয়েছে। এ নিয়ে সেসময় তুমুল সমালোচনা হয় সামাজিক মাধ্যমে।

তবে নতুন নোটের ছবি প্রকাশের পর দেখা যায়, শুধু ২০ টাকা নয়, কোনো নোটেই মন্দিরের ছবি নেই। নোটগুলোতে মসজিদের ছবির পাশাপাশি স্থান পেয়েছে দেশের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপত্য এবং জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি।      

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর