রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১ ঘণ্টা এগিয়ে আনা হলো বাজেট পেশের সময়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

১ ঘণ্টা এগিয়ে আনা হলো বাজেট পেশের সময়

নির্বাচিত সরকারের সময় সংসদে বাজেট উপস্থাপন করা হলেও অন্তবর্তী সরকারের আমলে প্রথম বাজেট পেশ করা হবে টেলিভিশনে। বাংলাদেশ টেলিভিশনে নির্ধারিত দিন সোমবার (২জুন) বিকেল ৩টায় জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এর আগে বিকেল ৪টায় বাজেট পেশ করার কথা ছিল।

রোববার (১ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে সময় বদলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্যসব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সময়ে প্রচারের অনুরোধ জানানো হয়েছে সরকারি তথ্য বিবরণীতে।


বিজ্ঞাপন


২৯ মে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ২ জুন বিকেল ৪টায় ধারণকৃত বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার হবে। তিন দিনের মাথায় এখন সরকারি আর এক তথ্য বিবরীতে জানানো হলো ২ জুন বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন।

বাজেট ঘোষণার পরদিন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর