রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১২ দিন ধরে বন্ধ অবসর সুবিধা বোর্ডের অনলাইন সার্ভার, ভোগান্তিতে সবাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

Private Education Teachers' Welfare Trust_Retirement Benefit Board
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এককালীন অবসর সুবিধা বোর্ডের অনলাইন আবেদনের সার্ভার ১২ দিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (৩০ মে) পর্যন্ত চেষ্টা করেও সার্ভারে প্রবেশ করে আবেদন করতে পারেননি তারা। 

শিক্ষক-কর্মচারীরা জানান, কিছুদিন আগেই বোর্ড ২ হাজার কোটি টাকা পেয়েছে। তাই দ্রুত আবেদনের আগ্রহ ছিল অনেকের। কিন্তু সার্ভার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সবাই। 


বিজ্ঞাপন


জানা যায়, গত ১৯ মে থেকে সার্ভার বন্ধ। ওইদিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়েও বিষয়টি জানানো হয়েছিল। বলা হয়েছে, কারিগরি ত্রুটি ঠিক করে দ্রুত সার্ভার চালু করা হবে। তবে ১২ দিন পার হলেও এখনো সার্ভার চালু করা হয়নি।

এদিকে, বিষয়টি নিয়ে জানতে শনিবার (৩১ মে) সকালে অবসর সুবিধা বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো অগ্রগতি জানাতে পারেননি।

জানা গেছে, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট মিলিয়ে প্রায় ৭৫ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর আবেদন অনিষ্পন্ন হয়ে জমা পড়ে আছে। অর্থসংকটের কারণে আবেদনকারীদের টাকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তরা।

সংকট নিরসনে গত ২৪ মে বড় অংকের অর্থ বরাদ্দ দেয় অন্তর্বর্তী সরকার। ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে’ দুই হাজার কোটি টাকা এবং ‘বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে’ ২০০ কোটি টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


এএসএল/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর