সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসলামি ধারার ব্যাংক একীভূতকরণে থাকছে না ন্যাশনাল ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০৮:১২ এএম

শেয়ার করুন:

bank
ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ছবি: সংগৃহীত

ইসলামি ধারার ব্যাংকগুলো একীভূতকরণের প্রক্রিয়ায় যুক্ত থাকছে না প্রচলিত ধারার ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান শুক্রবার (৩০ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। 

এই কর্মকর্তা বলেন, সম্প্রতি কয়েকটি সংবাদপত্রে গভর্নর ড. আহসান এইচ মনসুরের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে— ছয়টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে। তালিকায় পাঁচটি ইসলামি ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ব্যাংকের নামও উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নতুন রেজুলেশন: কী প্রভাব ফেলবে ব্যাংক খাতে?

ন্যাশনাল ব্যাংক প্রচলিত ধারার ব্যাংক উল্লেখ করে আরিফ হোসেন জানান, ইসলামি ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে এনবিএলকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই।

ফলে যে পাঁচটি ব্যাংক একীভূতকরণ হবে বলে এখন পর্যন্ত জানা গেছে সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর