সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

নিম্নচাপের প্রভাব রাজধানীর কাঁচাবাজারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

নিম্নচাপের প্রভাব রাজধানীর কাঁচাবাজারে

#টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত
#সবজির দাম বেড়েছে ৩০ শতাংশ পর্যন্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে রাজধানী ঢাকার কাঁচাবাজারে। টানা বৃষ্টিপাতে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে সবজি, ফলমূল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য রাজধানীতে আনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন পরিবহন ব্যবসায়ী ও পাইকাররা। এর ফলে বেশ কয়েকটি পণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে, যা সাধারণ ভোক্তাদের মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি করেছে।


বিজ্ঞাপন


আজ শুক্রবার (৩০ মে) যাত্রাবাড়ী, শ্যামবাজার, কারওয়ান বাজার, আফতাবনগর, মেরাদিয়া বাজারসহ রাজধানীর বড় ও মাঝারি আকারের কাঁচাবাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সবজির দাম গত এক সপ্তাহের তুলনায় ২০-৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। টমেটো ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, করলা ৩০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা, লতি, কাঁকরোল, করলা ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, পটল, ঝিঙে, চিচিঙ্গা ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পালংশাক, লাউ, বেগুন, মুলা, শসা—সব ধরনের শাকসবজির দামই বেড়ে গেছে।

পাইকারদের বক্তব্য

যাত্রাবাড়ীর পাইকারি ব্যবসায়ী কবিরুল ইসলাম বলেন, নিম্নচাপের কারণে খুলনা, বরিশাল ও যশোর অঞ্চল থেকে সবজির ট্রাক আসতে দেরি হচ্ছে। অনেকে আসতেই পারছে না। ট্রাকগুলো কাঁদা ও পানিতে আটকে যাচ্ছে, রাস্তাও অনেক জায়গায় খারাপ। ফলে সরবরাহ কমেছে। চাহিদা থাকলেও পণ্য কম, তাই দাম বাড়ছে।

খুচরা বিক্রেতাদের দাবি


বিজ্ঞাপন


খুচরা বিক্রেতারা বলছেন, বাজারে মাল কম থাকায় বেশি দামে কিনে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। শনিরআখড়া বাজারের সবজি বিক্রেতা আবু হানিফ বলেন, আমরা নিজেরাও বেশি দামে কিনে আনছি, কম দামে বিক্রি করলে তো ক্ষতি হবে। গ্রাহকরা বুঝতে চায় না।

6

ভোক্তাদের দুর্ভোগ:

এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ভোক্তারা। রুবিনা আক্তার নামের এক গৃহিণী বলেন, প্রতিদিনের বাজারে আগে ৫০০ টাকায় যা আসতো, এখন ৭০০-৮০০ টাকাও কম পড়ে। এখন সবজি খাওয়াও কঠিন হয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মত:

বাজার বিশ্লেষকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সরবরাহ ব্যবস্থায় ধস নামতে পারে।

কৃষি অর্থনীতিবিদরা বলেন, নিম্নচাপ বা প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারিভাবে বিকল্প সরবরাহ চ্যানেল চালু রাখা প্রয়োজন, নাহলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে মাছের দামও কিছুটা বেড়েছে। বিক্রেতারা সরবরাহ ঘাটতির অভিযোগ করেছেন। গত সপ্তাহের তুলনায় প্রায় সবধরনের মাছের দাম ২০ টাকা থেকে ৩০ টাকা বেড়েছে। এছাড়া মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাস:

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর