সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদে ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

CB
কেন্দীয় ব্যাংক। ফাইল ছবি

ঈদুল আজাহার ছুটিতে সব ধরনের ডিজিটাল লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সকল ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার (২৯ মে) এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


তাতে বলা হয়েছে, ঈদুল আযহার ছুটিতে এটিএম, পিওএস, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা যাতে নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল এটিএম সার্বক্ষণিক চালু রাখতে হবে। কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ে সমাধান করতে হবে। বুথে পর্যাপ্ত টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। এটিএমে টাকা উত্তোলনের নিজস্ব গ্রাহক এবং অন্য ব্যাংকের গ্রাহকের লেনদেন সীমা সমান রাখতে হবে।

পয়েন্ট অব সেলস বা পিওএস বিষয়ে বলা হয়েছে, এর সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে এবং জালজালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহক সচেতন থাকবে। 

ইন্টারনেট ব্যাংকিং এবং অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে বলা হয়েছে, অ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে উভয়পক্ষের প্রমাণ (টু ফ্যাক্টর অথেনটিকেশন) নিশ্চিত করতে হবে। 


বিজ্ঞাপন


মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ক্ষেত্রে বলা হয়েছে, সব ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি কোম্পানি গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেনের ব্যবস্থা করবে। এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ টাকা রাখার উদ্যোগ নেবে।

এছাড়া ঈদের ছুটির সময়ে সেবাদানের সিস্টেমে সার্বিক নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকি মোকাবিলায় অন্যান্য প্রস্তুতিও নিতে বলা হয়েছে। 

পাশাপাশি গ্রাহককে লেনদেনের তথ্য এসএমএস এলার্টের মাধ্যমে জানাতে বলা হয়েছে এবং গ্রাহক সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন ধরনের প্রচারণার উদ্যোগ নিতে বলা হয়েছে।

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর