রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘১৬ বছরে পুঁজিবাজারের মূল্য সংকোচন ৩৭.৬ শতাংশ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

F
ব্রিফিংয়ে কথা বলছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ছবি- ঢাকা মেইল

বিভিন্ন সময়ে অবহেলা ও বাজার কারসাজির কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানিয়েছেন, ‘গত ১৬ বছরে পুঁজিবাজারে তার প্রকৃত মূল্য ৩৭.৬ শতাংশ কমেছে।’

তিনি বলেন, ‘অন্তর্র্বতীকালীন সরকারের সময় বিভিন্ন খাতে সংস্কার করা হচ্ছে। পুঁজিবাজার সংস্কারে একটা টাস্কফোর্স করা হয়েছে। কিন্তু সেখানে খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না।’ 


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৪-২৫ অর্থবছর অবস্থান’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন ফাহমিদা খাতুন।

তিনি বলেন, ‘পুঁজিবাজারে পাঁচটি চ্যালেঞ্জ আছে। তার মধ্যে রয়েছে- নিম্নমানের আইপিও, আর্থিক প্রতিবেদনে অনিয়ম, বিও অ্যাকাউন্টে স্বচ্ছতার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রশ্নবিদ্ধ আচরণ ও সেকেন্ডারি মার্কেটে কারসাজি। এগুলোর উন্নতি করতে হবে।’

F2

সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘গত ৯ মাসে ডিএসইতে বিভিন্ন সূচকের ওঠানামা দেখতে পাচ্ছি। ধারাবাহিকভাবে সূচক নিম্নমুখী থেকেছে। খুব দ্রুত তা ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। অভ্যন্তরীণ লেনদেনে কারসাজি অব্যাহত রয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’


বিজ্ঞাপন


এছাড়া ব্যাংকিং খাতে সুশাসন আনতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা, বেসরকারি ব্যাংকের পরিচালনা বোর্ডের জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন ফাহমিদা খাতুন। 

সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর