নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সুখবর দিলেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। দেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়া আরও সহজীকরণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ছয়টি সরকারি প্রতিষ্ঠান।
রোববার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স হলে ব্যবসাস শুরুর প্রক্রিয়া সহজিকরণে বিডার সঙ্গে এই ছয় প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
বিজ্ঞাপন
চুক্তিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো– জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর (আরজেএসসি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) এবং সোনালী ব্যাংক লিমিটেড।
এই সমঝোতার মাধ্যমে ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় পাঁচটি মূল সেবা– নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব খোলা এখন থেকে বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএ) পোর্টালের মাধ্যমে একটি মাত্র আবেদন ও এককালীন ফির মাধ্যমে পাওয়া যাবে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিশ্বের অনেক দেশে সাতদিনের মধ্যে ব্যবসা শুরু করা যায়। বাংলাদেশেও আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।
তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে এই পাঁচটি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে আরও সেবা যুক্ত হবে।
বিজ্ঞাপন
বিডা চেয়ারম্যান বলেন, এই উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে উপকারি হবে। তারা একটি মাত্র ফরম পূরণ করে ব্যবসার প্রাথমিক অনুমোদন ও লাইসেন্স পেয়ে যাবেন এবং অনলাইনে প্রক্রিয়াটি ট্র্যাকও করতে পারবেন।
বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বলেন, ‘ওয়ান প্রোসেস, ওয়ান ফি’ মডেলে এই সেবা ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ ও বিনিয়োগবান্ধব করবে।
অনুষ্ঠানে বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় একটি ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে নতুন সেবা পদ্ধতির কাঠামো ও সম্ভাব্য সুফল তুলে ধরেন।
বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/এফএ

