শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আর্থিক প্রতিষ্ঠানের ঋণের ৩৩ শতাংশই খেলাপি

মুহা. তারিক আবেদীন ইমন
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

আর্থিক প্রতিষ্ঠানের ঋণের ৩৩ শতাংশই খেলাপি

* তিন মাসে কমলেও বছরের ব্যবধানে বেড়েছে সাড়ে ৩ হাজার কোটি
* একই সময়ে ব্যাংক খাতের খেলাপি ঋণ ২০% ছাড়িয়েছে
* আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক

দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়লেও উল্টো চিত্র দেখা গেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই)। গত বছরের শেষ তিন মাসে ব্যাংক খাতে প্রায় ৬১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে। তবে এ সময় আর্থিক প্রতিষ্ঠানের এক হাজার ৭৪ কোটি টাকার খেলাপি ঋণ কমেছে। যদিও বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
 
খাত সংশ্লিষ্টরা বলেছেন, প্রতি বছরের ডিসেম্বর প্রান্তিকে আর্থিক প্রতিষ্ঠান খেলাপি ঋণ আদায় ও পুনঃতফসিল বেশি করে থাকে। কারণ এসব প্রতিষ্ঠানে ডিসেম্বরকেন্দ্রিক আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। এছাড়া কিছু প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পরিবর্তন এনে ঋণ আদায়ের কার্যক্রম জোরদার করেছে। ফলে খেলাপি ঋণ কিছুটা কমেছে।


বিজ্ঞাপন


তবে এটি এখনও মোট ঋণের এক-তৃতীয়াংশের বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হার আরও কমাতে হলে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে ঋণ আদায়ের প্রক্রিয়া আরও শক্তিশালী করা, ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনায় জবাবদিহিতা বৃদ্ধি করা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৪৫০ কোটি টাকা। এর মধ্যে ২৫ হাজার ৮৯ কোটি টাকা খেলাপি, যা মোট বিতরণকৃত ঋণের ৩৩ দশমিক ২৫ শতাংশ। এটি আগের প্রান্তিক, অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৬ হাজার ১৬৩ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫.৫২ শতাংশ । আর ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ২১ হাজার ৫৬৭ কোটি টাকা, যা ওই সময়ের মোট ঋণের ২৯ দশমিক ২৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ঢাকা মেইলকে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। তবে ব্যাংক খাত অনুযায়ী এই খাতটি অনেক ছোট। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফোকাস ব্যাংক খাত। একইসঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টেনে তুলতেও আমরা কাজ করছি। দ্রুত সময়ের মধ্যেই এসব প্রতিষ্ঠানের উন্নতি হবে বলেও জানান তিনি।

আর্থিক খাতের বহুল আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার (পি কে) হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে অনিয়ম করে গেছেন, তার জের পুরো খাতকেই টানতে হচ্ছে। পি কে হালদারের মালিকানা ও ব্যবস্থাপনায় ছিল, এমন কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানেই এখন খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি।


বিজ্ঞাপন


এদিকে ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা। এর মধ্য খেলাপি ঋণ পরিণত হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের প্রায় ২০ দশমিক ২ শতাংশ।

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণের হার কিছুটা বেড়েছে। এই হার আগের প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) থেকে কিছুটা বেড়ে ৪২ দশমিক ৮৩ শতাংশ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এই হার ১৫ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর