বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

ফার্স্ট ট্রিপ পেল ‘টপ বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৪’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ১০:১০ পিএম

শেয়ার করুন:

ফার্স্ট ট্রিপ পেল ‘টপ বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৪’

‘টপ বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৪’ পেল দেশের অন্যতম শীর্ষ ট্রাভেল টেক প্রতিষ্ঠান ফার্স্ট ট্রিপ। বেসরকারি মালিকানাধীন যাত্রীবাহী বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা এই পুরস্কার দিয়েছে।

অসাধারণ পারফরম্যান্স, ইউজার-ফ্রেন্ডলি সল্যুশন, আর উদ্ভাবনী ট্রাভেল সার্ভিসের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


এক বিবৃতিতে ফার্স্ট ট্রিপ বলেছে, এই পুরস্কার চলমান কার্যকারিতা, গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন এবং ভবিষ্যৎমুখী শক্তিশালী অংশীদারত্ব গঠনের প্রতি আমাদের পারস্পরিক প্রতিশ্রুতিকে তুলে ধরে।

পুরস্কৃত করায় ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, আমরা এয়ার অ্যাস্ট্রাকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে একসঙ্গে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে যেতে আশাবাদী।

টেক-বেইজড সার্ভিস আর কাস্টমারের চাহিদাকে প্রাধান্য দিয়ে ফার্স্ট ট্রিপ অল্প সময়ে দেশের অন্যতম নির্ভরযোগ্য ট্রাভেল প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 

ফার্স্ট ট্রিপ এর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আন্তর্জাতিক কিংবা ডোমেস্টিক ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ বুক করতে পারেন খুব সহজেই এক প্ল্যাটফর্মেই সব কিছু করা হয়।


বিজ্ঞাপন


শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফার্স্ট ট্রিপ সবসময়ই গ্রাহকদের ভ্রমণ আনন্দ বাড়িয়ে দিতে নানান উদ্যোগ নিয়ে থাকে। উৎসবের সময় ছাড়াও সারাবছরই থাকে অফারের ছড়াছড়ি।

ইতোমধ্যে কোরবানি ঈদ উপলক্ষে কক্সবাজার সমুদ্রের পাড়ে হোটেল বুকিং সর্বোচ্চ ৬৭% পর্যন্ত ছাড় দিয়েছে ফার্স্ট ট্রিপ। এছাড়াও বছরজুড়ে ঘোরাঘুরিতে আকর্ষণীয় অফারের সঙ্গে ফার্স্ট ট্রিপ দিচ্ছে ০% ইএমআই (EMI) সুবিধা।

আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন এবং ট্র্যাভেল প্যাকেজসহ প্রিমিয়াম পরিষেবা প্রদান করে ফার্স্ট ট্রিপ। কাস্টমাইজড পরিষেবা, নিরবচ্ছিন্ন সহায়তা এবং বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে ফার্স্ট ট্রিপ গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ এবং সাশ্রয়ী ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর