বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

ব্যাংক ঋণের সিংহভাগ ধনীদের দখলে, প্রান্তিকরা পেছনেই

মুহা. তারিক আবেদীন ইমন
প্রকাশিত: ২০ মে ২০২৫, ০৯:০০ এএম

শেয়ার করুন:

ব্যাংক ঋণের সিংহভাগ ধনীদের দখলে, প্রান্তিকরা পেছনেই
এআই দিয়ে বানানো প্রতীকী ছবি
            • মাত্র ৪ হাজার গ্রাহকের হাতে ২৯% ঋণ
            • লাখ টাকার নিচে ঋণপ্রাপ্তদের সংখ্যা ১.৬৮%
            • লুটপাটেও বারবার ঋণ পাচ্ছে বড় প্রতিষ্ঠান
            • নীতিগত সংস্কার ছাড়া সমস্যা নিরসন সম্ভব নয়: বিশেষজ্ঞ


ব্যাংক থেকে নেওয়া ঋণের সুবিধা ক্রমেই সীমিত হয়ে আসছে প্রান্তিক মানুষের জন্য। ২০২৪ সালে দেশে ব্যাংক খাতের ঋণের বড় অংশই গেছে বড় ব্যবসায়ী ও উচ্চ আয়ের ব্যক্তিদের হাতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংক থেকে নেওয়া মাত্র চার হাজার গ্রাহকের হাতে ২৯ শতাংশ ঋণ। এছাড়াও মোট ঋণের ৭৬ শতাংশের বেশি পেয়েছেন কোটিপতি বা বড় অঙ্কের ঋণগ্রহীতারা। বিপরীতে, লাখ টাকার নিচে যারা ঋণ নিয়েছেন—সাধারণত যারা কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা বা নিম্ন আয়ের মানুষ—তাদের প্রাপ্ত ঋণের পরিমাণ ছিল মাত্র ২ শতাংশেরও কম।


বিজ্ঞাপন


বিশেষজ্ঞদের মতে, এই বৈষম্যমূলক ঋণ বিতরণব্যবস্থা অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি করছে। অথচ দেশের উৎপাদনশীলতা এবং কর্মসংস্থানে বড় অবদান রাখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। কিন্তু ব্যাংকগুলো বড় অঙ্কের লাভের আশায় মূলত কোটিপতিদের দিকেই ঝুঁকছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের হিসাব সংখ্যা দাঁড়ায় ১৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৩২টি। এসব হিসাবে মোট জমার পরিমাণ ছিল ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এই সংখ্যা ছিল ১৫ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৯৩৭টি এবং আমানতের পরিমাণ ছিল ১৭ লাখ ৪৯ হাজার ১৩২ কোটি টাকা। এক বছরে আমানত বেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ কোটি টাকা বা ৭ দশমিক ৬৯ শতাংশ।

ঋণ বিতরণেও একই ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলো ১৬ লাখ ৮২ হাজার ৮৭৭ কোটি টাকা ঋণ দিয়েছে, যেখানে ঋণগ্রহীতার সংখ্যা ছিল ১ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৮১০ জন। এক বছর আগে ঋণের পরিমাণ ছিল ১৫ লাখ ৩৮ হাজার ৩৪২ কোটি টাকা। অর্থাৎ বছরে ঋণ বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৫৩৫ কোটি টাকা বা ৯ দশমিক ৩৯ শতাংশ। কিন্তু একই সময় ঋণগ্রহীতা বেড়েছে মাত্র ১ লাখ ৪৬৮ জন। অর্থাৎ ব্যাংকগুলো মূলত একই ধরনের গ্রাহকদের ওপর নির্ভরশীল থেকে ঋণ বিতরণ বাড়িয়েছে।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক খাতের মোট ঋণের ২৯ দশমিক ০৩ শতাংশ নিয়েছেন মাত্র ৪ হাজার ২৬৮ জন গ্রাহক। এদের প্রত্যেকেই ৫০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন। টাকার অঙ্কে যা প্রায় ৪ লাখ ৮৮ হাজার ৫৬০ কোটি টাকা। ২০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন এমন গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৩০৬ জন, যাদের হাতে রয়েছে মোট ঋণের ৪৩ দশমিক ৮০ শতাংশ বা ৭ লাখ ৯৪ হাজার ৮৭০ কোটি টাকা।

এছাড়া ৫ কোটি টাকার বেশি ঋণ নেওয়া গ্রাহকের সংখ্যা ৪৫ হাজার ৩৩৯ জন। তাদের বিতরণকৃত ঋণের পরিমাণ ১১ লাখ ৩ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট ঋণের ৬২ দশমিক ১৪ শতাংশ। ১ কোটি টাকার বেশি ঋণ নেওয়া গ্রাহকের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৯৮ জন, যাদের পকেটে গেছে মোট ঋণের ৭৬ দশমিক ০৩ শতাংশ অর্থাৎ ১৩ লাখ ৩৭ হাজার ২২৭ কোটি টাকা।

এ বিষয়ে জানতে চাইলে গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন ঢাকা মেইলকে বলেন, ‘বড় শিল্প প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর খেলাপির হার বেশি। তারা একাধিকবার ঋণ খেলাপি হলেও নতুন ঋণ পায়। এই সুবিধা ও ছাড়ের সংস্কৃতি ব্যাংক ব্যবস্থায় একটি অনৈতিক পক্ষপাত তৈরি করেছে। যাদের ধারাবাহিকভাবে ঋণ পরিশোধের ইতিহাস নেই, তাদের নতুন করে ঋণ না দিয়ে বরং ক্ষুদ্র উদ্যোক্তাদের দিকে নজর দিতে হবে।’

অন্যদিকে, লাখ টাকার নিচে যারা ঋণ নিয়েছেন, তাদের সংখ্যা ও প্রাপ্ত ঋণ তুলনামূলকভাবে নিতান্তই কম। এসব নিম্ন আয়ের গ্রাহকের মোট ঋণ ছিল মাত্র ৪৬ হাজার ৬২৯ কোটি টাকা, যা মোট ঋণের ১ দশমিক ৬৮ শতাংশ। অতিক্ষুদ্র উদ্যোক্তা—যারা ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন—তাদের মোট প্রাপ্ত ঋণ ৭৩ হাজার ৭৯৪ কোটি টাকা বা ৪ দশমিক ৩৯ শতাংশ। নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তারা (যারা সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন) মোট ঋণের ১২ দশমিক ২৬ শতাংশ পেয়েছেন, যার পরিমাণ ২ লাখ ৬ হাজার ৪৯৮ কোটি টাকা। কোটি টাকার নিচে ঋণ পাওয়া মধ্যম আয়ের চাকরিজীবী ও ব্যবসায়ীরা মোট ৯৪ হাজার ৭৪২ কোটি টাকা ঋণ পেয়েছেন, যা ৫ দশমিক ৬৩ শতাংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মেইলকে বলেন, ‘গ্রামে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোর পর্যাপ্ত অবকাঠামো ও জনবল নেই। এছাড়া ছোট ঋণ বিতরণে খরচ বেশি হওয়ায় ব্যাংকগুলো অনাগ্রহী থাকে। ফলে তারা কখনো কখনো ফিনটেক বা এনজিওর সহায়তা নিয়ে ঋণ বিতরণ করে। কিন্তু গ্রাহকের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকায় ঝুঁকি বেশি মনে করে অনেক ব্যাংক।’

সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ঢাকা মেইলকে বলেন, ‘আমাদের জিডিপির বড় অংশ নগরকেন্দ্রিক। এর মধ্যে বেশিরভাগই ঢাকাকেন্দ্রিক এবং চট্টগ্রামে হয়ে থাকে। ফলে ঋণ ও বিনিয়োগেও এই কেন্দ্রিকতা দেখা যায়। তবে এজন্য প্রান্তিক পর্যায়ের ঋণপ্রত্যাশীদের অবহেলা করা উচিত নয়। তাদের উৎপাদনমুখী খাতে সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করা সম্ভব।’

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর