মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আর্থিক প্রতিষ্ঠানের শাখা সম্প্রসারণে নতুন নীতিমালা কেন্দ্রীয় ব্যাংকের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

আর্থিক প্রতিষ্ঠানের শাখা সম্প্রসারণে নতুন নীতিমালা কেন্দ্রীয় ব্যাংকের

দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) ব্যবসা কেন্দ্র স্থাপন, সম্প্রসারণ, স্থানান্তর, ভাড়া ও ইজারা সংক্রান্ত বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৮ মে) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নীতিমালার আওতায়, যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের শাখা স্থাপন বা সম্প্রসারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়ার পর বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে হবে। এরপর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে এসব কার্যক্রম বাস্তবায়ন করা যাবে।


বিজ্ঞাপন


নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, মূলধনের পর্যাপ্ততা, শ্রেণীকৃত ঋণের হার, সর্বশেষ পরিদর্শন প্রতিবেদন, ক্যামেল রেটিং এবং আমানতকারীদের সেবার মান বিবেচনা করেই বাংলাদেশ ব্যাংক অনুমতি দেবে। অনুমোদনপ্রাপ্ত শাখা তিন মাসের মধ্যে চালু না হলে অনুমতিপত্র বাতিল হয়ে যাবে।

শুধু শাখা সম্প্রসারণ নয়, শাখা বা উপশাখা একীভূতকরণ, রূপান্তর কিংবা বন্ধ করার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি আবশ্যক।

শাখা স্থাপনের আবেদনের সঙ্গে সর্বশেষ তিন বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী, আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ, প্রস্তাবিত ভাড়ার স্পেসের তথ্য এবং প্রধান নির্বাহী বা পরিচালকদের স্বার্থসংশ্লিষ্টতা নেই— এ মর্মে ঘোষণাপত্র জমা দিতে হবে। এছাড়া কোনো পরিচালক দণ্ডিত নয়— এই মর্মেও ঘোষণা দিতে হবে।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, ঢাকা ও ঢাকার বাইরে শাখা স্থাপনের অনুপাত হবে ১:২। প্রতিটি শাখার আয়তন সর্বোচ্চ ৫ হাজার বর্গফুটের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং প্রতি বর্গফুট ডেকোরেশনের ব্যয় ২ হাজার টাকার মধ্যে সীমিত রাখতে হবে।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে, নতুন এই নীতিমালা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর