সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রতি মাসের শেষ বৃহস্পতিবার অংশীজনদের সঙ্গে সভা করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৭:১১ এএম

শেয়ার করুন:

প্রতি মাসের শেষ বৃহস্পতিবার অংশীজনদের সঙ্গে সভা করবে বিএসইসি

পুঁজিবাজারের স্থিতিশীলতা ও গতিশীলতা ফেরাতে অংশীজনদের সঙ্গে নিয়মিত সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে এখন থেকে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করবে কমিশন।

শনিবার (১৭ মে) বিএসইসি ভবনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।


বিজ্ঞাপন


সভায় পুঁজিবাজার উন্নয়নে কর কাঠামো সংস্কার, বাজারে স্থিতিশীলতা আনা, এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষভাবে আলোচনায় উঠে আসে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারে ন্যূনতম ১০ শতাংশ ব্যবধান বজায় রাখা, বছরে ১ লাখ টাকার মধ্যে লভ্যাংশ আয়ের ওপর কর অব্যাহতি, বিও হিসাব রক্ষণাবেক্ষণের ফি মওকুফ, ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং ব্রোকারদের টার্নওভারের ওপর আরোপিত অগ্রিম আয়কর (AIT) হ্রাসের প্রয়োজনীয়তা।

এছাড়া বৈঠকে পুঁজিবাজারে মৌলভিত্তিসম্পন্ন বড় দেশীয়, রাষ্ট্রায়ত্ত এবং বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার উদ্যোগ, সরকারি সিকিউরিটিজের নিলাম স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্মে আনার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা ও সমন্বিত গ্রাহক হিসাব থেকে প্রাপ্ত অর্থ ব্যবহারে স্বচ্ছতা তৈরির প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ প্রস্তাব দেন যে, মিউচ্যুয়াল ফান্ডগুলোর চলতি অর্থবছরের অর্জিত আয়ের ২০ শতাংশ প্রভিশনিং করে বাকি ৮০ শতাংশ ইউনিটহোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা যেতে পারে, যা বিনিয়োগকারীদের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। উপস্থিত ছিলেন কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখসহ বিএসইসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। আরও অংশগ্রহণ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ও আইসিবি’র ঊর্ধ্বতন প্রতিনিধিরা।


বিজ্ঞাপন


বিএসইসি মনে করে, এমন নিয়মিত আলোচনার মাধ্যমে অংশীজনদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত হলে পুঁজিবাজার আরও শক্তিশালী হবে। কমিশন ভবিষ্যতে এসব বৈঠকে আলোচিত বিষয়গুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।

এমআর/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর