সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদের ছুটির সমন্বয়ে আজ খোলা পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

ঈদের ছুটির সমন্বয়ে আজ খোলা পুঁজিবাজার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার (১৭ মে) খোলা রয়েছে পুঁজিবাজার। ঈদ উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন টানা ১০ দিন সরকারি ছুটি থাকবে। এ সময় দেশের পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটি সমন্বয় করতে ঈদের আগের দুই সপ্তাহের শনিবার যথাক্রমে ১৭ ও ২৪ মে পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


তথ্য মতে, সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পুঁজিবাজারের ছুটিও বৃদ্ধি করা হয়েছে। আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) পুঁজিবাজার বন্ধ থাকবে। ঈদুল আজহার ১০ দিনের ছুটির সমন্বয়ে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার পুঁজিবাজার খোলা থাকবে। এছাড়া, ঈদুল আজহার ছুটি শেষে আগামী ১৫ জুন নিয়মিত সময়সূচি অনুসারে পুঁজিবাজার চালু হবে।

শনিবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ ডিএসই খোলা রয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটির সমন্বয় করতে ঈদের আগের দুইটি শনিবার যথাক্রমে ১৭ ও ২৪ মে ডিএসই খোলা থাকবে।

একই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্রান্ডিং ডিপার্টমেন্টের পিএন্ডসিআর তানিয়া বেগম শনিবার সিএসইর লেনদেনে চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর