রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের দুই হাজার কোটি টাকার সুকুকের (শরীয়াহ বণ্ড) নিলামের জন্য ১৯ মে দিন ধার্য করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুকুকটির নাম দেয়া হয়েছে ‘আরডিআইআরডব্লিউএসপি সোসিও ইকোনমিক ডেভলাপমেন্ট সুকুক’। যার মেয়াদ ধরা হয়েছে সাত বছর।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প নির্মাণ ও উন্নয়নের জন্য ৭ বছর মেয়াদি ‘আরডিআইআরডব্লিউএসপি সোসিও ইকোনমিক ডেভলাপমেন্ট সুকুক’ এর নিলাম আগামী ১৯ মে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রসপেক্টাস অনুযায়ী নিলামের মাধ্যমে দুই হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যু করা হবে, যার মেয়াদোত্তীর্ণের তারিখ ২০ মে ২০৩২।’
এতে বলা হয়েছে, এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদেরকে বার্ষিক দশ দশমিক ৫০ শতাংশ হারে ভাড়া ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এরূপ সব ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া, দেশি-বিদেশি ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীসহ বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এরূপ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের অনুকূলে সুকুক বরাদ্দে জন্য ক্ষেত্রে ২২ জানুয়ারি ২০২৫ সালের ডিএমডি সার্কুলার লেটার নং-০৫ এ বর্ণিত নির্দেশনা অনুসৃত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিনিয়োগকারীগণ দশ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক ক্রয়ের জন্য আগামী ১৮ মে সকাল সাড়ে ১০টা থেকে ১৯ মে দুপুর সাড়ে ১২টার মধ্যে নিলাম নোটিশে বর্ণিত পদ্ধতিতে বিড দাখিল করতে পারবেন। বিডে কৃতকার্য বিডারদেরকে তাদের আবেদনের বিপরীতে বরাদ্দকৃত সুকুকের পরিমাণ নিলামের তারিখে ১৯ মে ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে। অকশন পরবর্তী কার্যদিবসে ২০ মে নিলামে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বাংলাদেশ ব্যাংকের সাথে রক্ষিত চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব বিকলন এবং সিকিউরিটিজ হিসাব আকলন করে এ লেনদেন সম্পন্ন করা হবে।
টিএই

