সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কলম বিরতির ঘোষণা কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

NBR
অবস্থান কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তারা। ছবি- সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করার প্রতিবাদে তিন দিনের কলম বিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 

মঙ্গলবার (১৩ মে) বিকালে এনবিআর ভবনের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এনবিআর বিলুপ্তির ব্যাখ্যায় যা বলল সরকার

রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ উপেক্ষা করে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারির প্রতিবাদে তিন দিনের কলম বিরতির কর্মসূচি ঘোষণা করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠন।

NBR

সংগঠনটি জানায়, আগামী বুধ, বৃহস্পতি এবং শনিবার এনবিআরের আওতাধীন সব দফতরে এই কলম বিরতি পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট প্রণয়ন এবং রফতানি কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।


বিজ্ঞাপন


কর্মসূচি ঘোষণা করেন এনবিআরের অতিরিক্ত কাস্টমস কমিশনার সাধন কুমার কুণ্ড। এ সময় আরও বক্তব্য দেন- যুগ্ম কর কমিশনার মুনালিসা শারমিন সুস্মিতা ও কর কমিশনার ফজলে এলাহী।

আরও পড়ুন: এনবিআর ভেঙে দুই বিভাগ, ক্ষোভে ফুঁসছে কাস্টমস ও আয়কর ক্যাডার

এর আগে সোমবার রাতে এক অধ্যাদেশ জারি করে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করে সরকার। রাজস্ব খাত এখন থেকে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’— এই দুই ভাগে পরিচালিত হবে।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর