সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবৈধ সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

T
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান। ছবি- ঢাকা মেইল

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং বিচ্ছিন্নে নিয়মিত অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (১৩ মে) সাভার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় আবাসিক ও বাণিজ্য খাতের বহু অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  সঙ্গে আদায় করা হয় জরিমানা। 
 
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে নারায়ণগঞ্জের আওতাধীন মদনপুর বাস স্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নিউ মদিনা হোটেল, নিরিবিলি হোটেল, শাহজাহান টি স্টোর, ফাতেমা স্টোর, লাভলি স্টোর, আল্লাহর দান টি স্টোর, নিউ ভান্ডারী হোটেল, বাংলা বাড়ি হোটেল, মক্কা মদিনা হোটেল, নবাবী স্বাদ রেস্টুরেন্ট, নিউ আদর্শ মিষ্টি ঘর ও নাম হীন হোটেলসহ প্রায় ২০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 


বিজ্ঞাপন


_n1

এ সময় স্টার বার্নার ৪৯টি, কম্প্রেসর মেশিন একটি, আবাসিক চুলা চারটি ও বিভিন্ন ব্যাসের ৩৭০ ফুট লাইন পাইপ এবং ২৫০ ফুট হোস পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়। অভিযানে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎস থেকে কিলিং করা হয়।

একই দিনে সাভারের কলমা, চানগাও, গৌরীপুর, আশুলিয়া এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দুটি ডাবল অনুমোদন  অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে মিটারবিহীন আবাসিক গ্রাহক মো. সিদ্দিকুর রহমানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ পন্থায় গ্যাস সংযোগ স্থাপনের মাধ্যমে রাজু নামে একটি কলোনিতে ৪০ ডাবল আবাসিক চুলা এবং ৪৫ ঘনফুট ক্ষমতা সম্পন্ন দুটি স্টার বার্নার স্থাপনায় গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় ৪০ ফিট ৩/৪ ইঞ্চি পাইপ অপসারণ করে সোর্স পয়েন্ট হতে  বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়।  এতে মাসিক ৯১,০২৬ টাকা ক্ষতি রোধ করা সম্ভব হবে। 

এছাড়া জনতা সুইং ট্রেড নামে বাণিজ্যিক কারখানায় পুনরায় শনাক্তকৃত অবৈধ গ্যাস সংযোগের প্রায় ৩০ ফুট ১ ইঞ্চি সার্ভিস পাইপ অপসারণ এবং সোর্স পয়েন্ট হতে তৃতীয়বারের মতো বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়। এতে ৪,৮৫,০৪২ টাকা মাসিক ক্ষতি রোধ করা সম্ভব হবে। 


বিজ্ঞাপন


পাশপাশি আঞ্চলিক রাজস্ব বিভাগ-গাজীপুর, আঞ্চলিক রাজস্ব শাখা-সাভারের অধীন মানিকগঞ্জে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সর্বমোট ৮১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

2n

ময়মনসিংহে এক বিশেষ অভিযানে বকেয়ার জন্য পাঁচটি আবাসিক ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় তিনটি আবাসিকসহ মোট আটটি আবাসিকের ৩১টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এছাড়া আবাসিক গ্রাহক মো. আবুল হোসেনের ৩ ডাবল ও একটি সিঙ্গেল অবৈধ ব্যবহার পাওয়ায় লাইনটি ডি/সি করে প্লাস্টিক সিল স্থাপন করা হয় এবং বাদশা হোসেন ফকির কোনো বিল বই দেখাতে না পারায় লাইনটি ডি/সি করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়। 

অপর এক গ্রাহক ৩ ডাবল অনুমোদিত চুলার স্থলে ৯ ডাবল চুলা ব্যবহার করায় ২০২১ সালে প্রথম ডিসি করা হলেও এখন পরিদর্শনের সময় পুনরায় ব্যবহার অবস্থায় পাওয়া যাওয়ায় লাইলটি ডি/সি করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়। 

গত বছরের সেপ্টেম্বর হতে গত ১১ মে পর্যন্ত অভিযান চালিয়ে ২৪৯টি শিল্প, ১৭৫টি বাণিজ্যিক ও ৩৪,১৬৩টি আবাসিকসহ মোট ৩৪,৫৮৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭৭,৭৮৪টি বার্নার বিচ্ছিন্নসহ অভিযানগুলোতে ১৬০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর