বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

বিদেশে চিকিৎসায় ১৫ হাজার ডলার খরচ করা যাবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

বিদেশে চিকিৎসায় ১৫ হাজার ডলার খরচ করা যাবে

বার্ষিক ভ্রমণ কোটার আওতায় একজনের পক্ষে বিদেশে চিকিৎসার জন্য বছরে ১৫ হাজার ডলার পর্যন্ত ছাড় করতে পারবে ব্যাংক। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। এতদিন যেকোনো উদ্দেশ্যেই বিদেশে যাওয়া হোক সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচের সুযোগ ছিল।

সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণ কোটায় বাড়তি ডলার খরচে চিকিৎসা সংক্রান্ত ব্যয়ের পক্ষে প্রমাণ থাকতে হবে। এক্ষেত্রে কার্ড বা সরাসরি ব্যাংকের মাধ্যমে বিদেশি হাসপাতালে চিকিৎসা বিল পরিশোধ করা যেতে পারে। চিকিৎসার বাইরে অন্য ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচ করতে পারার সীমা বজায় থাকবে।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, চিকিৎসায় বিদেশমুখী রোগীদের পেছনে প্রতিবছর প্রায় ৫০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা ব্যয় হয়ে থাকে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক গবেষণা সূত্রে জানা যায়, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর আস্থার অভাবে এই ব্যয় ক্রমেই বাড়ছে। একইসঙ্গে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন না হওয়ায় দক্ষ শ্রমশক্তি তৈরিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে সুশাসন নিশ্চিত করতে গঠিত টাস্কফোর্স স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে বিদেশি বিনিয়োগ (এফডিআই) উন্মুক্ত করার সুপারিশ করেছে।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর