সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, যেসব ডিলারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তাদের নতুন করে নবায়নের আবেদন করতে হবে।
বুধবার (৩০ এপ্রিল) টিসিবির যুগ্ম-পরিচালক হুমায়ুন কবির এর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টিসিবির ডিলার নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মন্তব্য/বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। সবাইকে ওই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে টিসিবির বক্তব্য এই, আগামী ৩০ জুন যেসব ডিলারের চুক্তির মেয়াদ শেষ হবে সেসব ডিলার বর্তমান ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুসারে নবায়নের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে আবেদন করবেন।
যেসব ইউনিয়ন বা ওয়ার্ডে ডিলার নেই বা কম আছে সে সকল ইউনিয়ন বা ওয়ার্ডে ডিলার নিয়োগ কার্যক্রম চলমান আছে।
এমআর/এএস

