নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৩০ জুন ২০২৫। এর দুই মাস আগে ৩০ এপ্রিলের মধ্যে সব মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধ করল বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
বুধবার (৩০ এপ্রিল) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পেট্রোবাংলা সূত্র জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগসহ পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট সকল সংস্থার যুগোপযোগী ও গতিশীল টিম ওয়ার্কের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রার দুই মাস আগে এ দেনা পরিশোধ করা সম্ভব হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় মোট দেনা ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮,৭০২.০৩ কোটি টাকা) এবং বকেয়াসহ এ পর্যন্ত মোট ৩,৭৩৯.৯৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৫,২৫৩.৪০ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে।
আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি), দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানিকৃত এলএনজি সরবরাহকারী, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (FSRU) এবং International Islamic Trade Finance Corporation (ITFC) এর ঋণের সুদসহ পুঞ্জিভূত দেনা পেট্রোবাংলা কর্তৃক নিন্মোক্ত কৌশলসমূহ গ্রহণের মাধ্যমে নির্ধারিত সময়ের পূর্বে সকল মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধ করা সম্ভব হয়েছে।
পেট্রোবাংলা’র গ্যাস বিতরণ ও উৎপাদন কোম্পানির কাছে পেট্রোবাংলার পাওনা অর্থ আদায়ের জন্য মাসভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং গ্যাস ব্যবহারকারী গ্রাহকগণ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করায় বিতরণ কোম্পানির পক্ষে এ লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে।
গ্যাস বিতরণ কোম্পানি কর্তৃক বিদ্যুৎ ও সার শ্রেণীতে সরবরাহকৃত গ্যাস বিলের বকেয়া অর্থ আদায়ের জন্য নিয়মিত আন্ত:মন্ত্রণালয় সভার মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে সাম্প্রতিক মাসগুলোতে বর্ধিত হারে গ্যাস বিল আদায় করা হয়েছে; দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এবং স্পট মার্কেট হতে এলএনজি আমদানির জন্য সরবরাহকারীর অনুকূলে পেট্রোবাংলা কর্তৃক Stand by Letter of Credit (SBLC) ইস্যু এবং এলএনজি গ্রহণের পর ইনভয়েস অনুযায়ী নির্ধারিত সময়ে আমদানি বিল পরিশোধের জন্য সাম্প্রতিক সময়ে ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করায় যথাসময়ে ঝইখঈ ইস্যু এবং বৈদেশিক মুদ্রায় আমদানি বিল পরিশোধ করা সম্ভব হয়েছে। এছাড়া, জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় পুঞ্জিভূত আমদানি বিল পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মার্চ ২০২৫ এবং এপ্রিল ২০২৫ মাসে পেট্রোবাংলা কর্তৃক উক্ত ৪(চার) শ্রেণীর পাওনাদারদের যথাক্রমে সর্বমোট ৬৫৪.৭০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮,০৫২.৮১ কোটি টাকা) এবং ৭৯০.৭৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯,৮০৫.০৫ কোটি টাকা) সর্বমোট ১,৪৪৫.৪১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭,৮৫৭.৮৬ কোটি টাকা) পরিশোধ করেছে। ফলে ৩০ এপ্রিল ২০২৫ তারিখে পেট্রোবাংলার নিকট আইওসি শেভরণ ও তাল্লো, দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি ও ওকিউটি, স্পট মার্কেট হতে এলএনজি সরবরাহকারী, FSRU এবং ITFC এর মেয়াদোত্তীর্ণ কোনো পাওনা নেই। এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং অর্থ বিভাগের অনুমোদনের আলোকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পেট্রোবাংলাকে দুই হাজার কোটি টাকা ঋণ প্রদান করায় পেট্রোবাংলার পক্ষে সমুদয় বৈদেশিক দেনা পরিশোধ করা আরও সহজতর হয়েছে।
পেট্রোবাংলা কর্তৃপক্ষ এজন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পিডিবি, বিসিআইসি, পেট্রোবাংলার পক্ষে ঝইখঈ ইস্যুকারী ও বৈদেশিক মুদ্রায় আমদানি বিল পরিশোধকারী আন্তর্জাতিক এবং দেশীয় রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাংকসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করছে। সিংহভাগ গ্যাস ব্যবহারকারী গ্রাহকগণ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করায় কর্তৃপক্ষ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে। এছাড়াও পেট্রোবাংলা এর আওতাধীন কোম্পানিসমূহকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে।
এমআর/জেবি

