সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ অনুষ্ঠিত, বিজয়ী হলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ অনুষ্ঠিত, বিজয়ী হলেন যারা

একশত টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০২৬৪২৫৫ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৩৯৮০৬৮ নম্বর।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগ ঢাকার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালিত হয়। এবার ৮২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ৩ হাজার ৭৭২টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৮২টি সিরিজ যথা— কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ়, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক,ঘখ, ঘগ এবং ঘঘ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে পাওয়া দু‌টি নম্বর হ‌লো— ০২৩৯১৬৪ ও ০৪৪২৯৫৮। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো— ০১৫৮৬৪৯ ও ০২৩০২২৪।

এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো— ০০১২২০৬, ০০২১২২২, ০০৪৮৫১৯, ০০৫৪২১৬, ০০৬৪৯৯৩, ০০৬৯৭৯৬, ০০৮৭৫৫৯, ০১৪৫৪৯০, ০২৩৯৩১০, ০২৪৩৩৩০, ০২৪৪০০৪, ০২৮১৬১২, ০৩১১১৩৯, ০৩৪৩০৭৫, ০৩৫৭৪৮৪, ০৩৭৫৭৩০, ০৩৯০৩২৫, ০৪০৪১৪৯, ০৪১৯৮৮৩, ০৪৪৯৮৬৭, ০৪৭৩৮৪০, ০৪৮৯৯৩৩, ০৪৪৯৪৫৮৩, ০৪৯৭১৪১, ০৫৭০২৮৫, ০৫৯১১৭৭, ০৫৯৫২২০, ০৬১৬৮৭৯, ০৬৬৫১৪৭, ০৭২৬৮২০, ০৭৭০৭৮২, ০৭৮৩৯৩৪, ০৭৯৩৯৬০, ০৮২৩৮৫০, ০৮২৯০২৪, ০৮৬৫৪৩২, ০৮৭৯২৬৬, ০৯৫১৫৩৮, ০৯৬৩৬২৬ এবং ০৯৬৮৬৫৩।

প্রাইজবন্ডে প্রথম পুরস্কার বিজয়ীকে ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে তিন লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। আর পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেয়া হয় ১০ হাজার টাকা করে। প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে।


বিজ্ঞাপন


এক্ষেত্রে ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত। আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে উৎসে কর ২০ শতাংশ হারে কাটার বিধান রয়েছে।

টিএই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর