সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং নিয়ে এল বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং নিয়ে এল বিশেষ অফার

ঈদুল আজহার সময়কে স্বাচ্ছন্দ্যময় করে তোলা এবং ঘরের প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স আপগ্রেডের সুযোগ দিতে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ নিয়ে এসেছে ‘এই ঈদে ঘর সাজে স্যামসাং আমেজে’ শীর্ষক এক ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

ক্যাম্পেইনের আওতায় স্যামসাং ক্রেতারা ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফারসহ সহজ ইএমআই সুবিধা পাচ্ছেন। নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর, টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন এ উপভোগ করবেন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।


বিজ্ঞাপন


ক্যাম্পেইনটির আওতায় ক্রেতারা স্যামসাং সাইড বাই সাইড রেফ্রিজারেটর আরএস৭২ বি৪ (নেট ক্যাপাসিটি ৬৪৭ লিটার) ক্যাশব্যাক অফারে ১০ হাজার টাকা ছাড়ে কিনতে পারবেন ১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকায়। স্যামসাং ৬৫-ইঞ্চি নিও কিউএলইডি ৪কে স্মার্ট টিভি ক্রয়ে ক্যাশব্যাক হিসেবে থাকছে ১ লাখ ৬৬ হাজার। এর ফলে ক্রেতারা ৩ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা মূল্যের টিভিটি কিনতে পারবেন ২ লাখ ২৯ হাজার ৯০০ টাকায়।

রেফ্রিজারেটরের উল্লেখযোগ্য অন্যান্য মডেলের মধ্যে রয়েছে আরটি৪৭ ৮এ বিস্পোক এআই রেফ্রিজারেটর (নেট ক্যাপাসিটি ৪৬৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড)। আগের মূল্য ১ লাখ ৬৫ হাজার ৯০০ টাকার পরিবর্তে রেফ্রিজারেটরটির বর্তমান দাম ১ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা। আরটি৩৫ বি১ রেফ্রিজারেটর (নেট ক্যাপাসিটি ৩৪৮ লিটার; মেইড ইন থাইল্যান্ড) এবং আরটি৩৫ ২২ (নেট ক্যাপাসিটি ৩৪৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড) যথাক্রমে ৯৯ হাজার ৯০০ টাকা (আগের মূল্য ১ লাখ ২ হাজার ৯০০ টাকা) এবং ১ লাখ ৯ হাজার ৯০০ টাকায় (আগের মূল্য ১ লাখ ১৬ হাজার ৯০০ টাকা) পাওয়া যাচ্ছে। রেফ্রিজারেটর মডেল আরটি৩১ বি১ (নেট ক্যাপাসিটি ৩০৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড) পাওয়া যাবে ৮৮ হাজার ৯০০ টাকায় (পূর্বের মূল্য ৯০ হাজার ৯০০ টাকা)। সবগুলো রেফ্রিজারেটরেই রয়েছে ডিজিটাল ইনভার্টারে ২০ বছরের ওয়্যারেন্টি।

পাশাপাশি, এই ক্যাম্পেইনের অধীনে আকর্ষণীয় ছাড়ে টিভিও কিনতে পারবেন ক্রেতারা। ৬৫ডিইউ৮০০০ মডেলের টিভিটি কেনা যাবে ১ লাখ ২৬ হাজার ৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক অফার হিসেবে পাওয়া যাবে ৩৩ হাজার টাকা ছাড়। আবার ৪৩ডিইউ৮০০০ টিভি পাওয়া যাবে ৫৮ হাজার ৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক হিসেবে পাওয়া যাবে ১১ হাজার টাকা।

এছাড়াও, ক্রেতারা টপ লোড ডব্লিউএ১৩সিজি ওয়াশিং মেশিন কিনতে পারবেন ৬১ হাজার ৯০০ টাকায়, যার আগের দাম ছিল ৬৩ হাজার ৯০০ টাকা এবং ফ্রন্ট লোড ডব্লিউডব্লিউ৮০এজি ওয়াশিং মেশিন কেনা যাবে ৭২ হাজার ৯০০ টাকায় (পূর্ব মূল্য ছিল ৭৬ হাজার ৯০০ টাকা)।


বিজ্ঞাপন


এ ক্যাম্পেইন বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ঈদের সময়টা পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও খাবার-দাবারের বিশেষ আয়োজন সব মিলে আমাদের ঘর আরও বেশি আনন্দময় হয়ে ওঠে। ঈদুল আজহার এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের ঘরকে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে চাই। আমাদের বিদ্যুৎ-সাশ্রয়ী ও নান্দনিক ডিজাইনের টিভি এবং রেফ্রিজারেটরের মাধ্যমে ক্রেতারা তাদের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন।”

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর