শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

চালের দাম নিয়ে যে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

চালের দাম নিয়ে যে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা
এখনো অস্থির চালের বাজার। ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের প্রথম আট মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ২১ গুণ বেশি চাল আমদানি করা হয়েছে। তারপরও নিয়ন্ত্রণের বাইরে ছিল চালের বাজার। তবে এবার চালের দামে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হবে বলে আশা করছেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনাসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


বাণিজ্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করে বলেন, বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়েছে। দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। চিকন যে চাল বিশেষ করে নাজিরশাইল বা মিনিকেট এটা কিন্তু বোরো মৌসুমের চাল থেকেই আসে।

বশিরউদ্দীন বলেন, এ বছর আমাদের আবহাওয়া ও বিদ্যুতের অবস্থা ভালো ছিল। তাছাড়া সারের সরবরাহসহ সামগ্রিক বিষয় ভালো ছিল। আমরা মনে করছি আল্লাহর রহমতে আমাদের ফসল তথা ধানেও একটা বরকত আসবে। আশা করি নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।

উপদেষ্টা বলেন, কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সব পণ্যে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রেখে যে ব্যবস্থাপনা করা যায় সেটাই করছি।

এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর