সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারত থেকে এলো ১০ হাজার মেট্রিক টন চাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

ভারত থেকে এলো ১০ হাজার মেট্রিক টন চাল

ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। এমভি ফু থান নামের জাহাজটি মঙ্গলবার (১৫ এপ্রিল) বন্দরে পৌঁছে। চালের নমুনা পরীক্ষার পর খালাস কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ মার্চ সম্পাদিত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv PHU THANH জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে জানিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চাল খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিইউ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর