শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

র‌্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

র‌্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পগ্রুপ র‌্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে উদ্বোধন করা হলো প্যানাসনিক এসি কার্নিভাল ক্যাম্পেইন।

এই কার্নিভালে থাকছে ছয়টি ব্র্যান্ড— প্যানাসনিক, এলজি, হাইসেন্স, হুন্দাই, দাইকিন এবং তোশিন র‌্যানকনসহ আরও অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড এর ৪৮,৫০০-১,৪০,০০০ পর্যন্ত মূল্যের ২৩টির বেশি এসি। এই কার্নিভালে আরও থাকছে দুর্দান্ত অফার সহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেয়ার সুবর্ণ সুযোগ, ২৪ ঘণ্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন সুবিধা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা। 


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানাসনিকের সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং  ভুপেন ভার্দওয়াজ, জিবিএসের পক্ষ থেকে বিজয় সিং। র‌্যাংগস ইমার্ট থেকে উপস্থিত ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম, হেড অব মার্কেটিং তাসকিন হোসেন এবং হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড রায়হান আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

অনলাইন কেনাকাটা ও ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন rangsemart.com.bd/ অথবা ১৬৬০৭ হটলাইন নম্বরে যোগাযোগ করুন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর