সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন-সূচকের মিশ্র প্রতিক্রিয়া চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন-সূচকের মিশ্র প্রতিক্রিয়া চলছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ এপ্রিল) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭২ পয়েন্টে।


বিজ্ঞাপন


শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৭ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৩১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৪ টির, কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টি কোম্পানির শেয়ারদর।

 এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর