পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তাদের পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে। নির্ধারিত তারিখ অনুযায়ী সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত রোববার (১৩ এপ্রিল)। তবে তা পিছিয়ে এনে নতুন তারিখ ধার্য করা হয়েছে— আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ওই দিন বিকেল ৪টায় আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় পর্ষদ সেই প্রতিবেদন অনুমোদন করলে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
এছাড়া আলোচ্য সভায় বিদায়ী অর্থবছরের জন্য কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, আইডিএলসি ফাইন্যান্স দেশের অন্যতম পুরনো ও বিশ্বাসযোগ্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। তাই কোম্পানির এই পর্ষদ সভা এবং এর সম্ভাব্য সিদ্ধান্ত বাজারসংশ্লিষ্টদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
আগামী ১৭ এপ্রিলের সভায় কী ধরনের লভ্যাংশ ঘোষণা আসে, সে দিকেই এখন নজর বিনিয়োগকারীদের।
বিজ্ঞাপন
টিএই/এইউ