সরকারি সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুই হাজার কোটি টাকার ষষ্ঠ ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ ছাড়তে যাচ্ছে সরকার।
বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের বিপরীতে এই সুকুক ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে শরীয়াহ্ এডভাইজরি কমিটির প্রথম সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সাত বছর মেয়াদি এই সুকুক ইসতিসনা ও ইজারাহ শরীয়াহ্-সম্মত পদ্ধতিতে ইস্যু হবে। এর মাধ্যমে রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬৫টি উপজেলায় পল্লী সড়কসমূহ প্রশস্ত ও শক্তিশালী করা হবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সামাজিক উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের সড়ক অবকাঠামোর উন্নয়ন হবে, যা সড়ক নিরাপত্তা ও ধারণক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষি ও অকৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সহায়ক হবে। এতে উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবহন কার্যক্রমে গতি আসবে এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ বিবেচনায় সুকুকটির নামকরণ করা হয়েছে ‘RDIRWSP Socio-Economic Development Sukuk’। আগামী মে মাসের মধ্যে এই সুকুক ইস্যুর পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
টিএই/এমআর