বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

জেট ফুয়েলের মূল্যহার পুনর্নির্ধারণে শুনানি কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

দেশে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম পুনর্নির্ধারণের প্রস্তাবের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেট এ-১ (অ্যাভিয়েশন ফুয়েল) এর মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের বিষয়ে রোববার (২৩ মার্চ) এই শুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী জেট এ-১ (অ্যাভিয়েশন ফুয়েল) এর মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের বিষয়ে আগামী ২৩ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০টা হতে বিকাল ২টা পর্যন্ত কমিশনের শুনানি কক্ষে শুনানি অনুষ্ঠিত হবে।

এতদিন জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করত বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন)। গত ১৮ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জেট ফুয়েলের দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়। এরপর বিপিসির পক্ষ থেকে দাম সমন্বয়ের আবেদন দেওয়া হয়।

আওয়ামী লীগ আমলে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই ধারা বাতিল করে ২৭ আগস্ট গেজেট প্রকাশ করে। যার ফলে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের একক ক্ষমতা ফিরে পায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে জেট ফুয়েলের বিষয়টি বিইআরসির ওপর ন্যস্ত করা হয়। তবে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম এখনো নির্বাহী আদেশে সমন্বয় অব্যাহত রয়েছে।

এমআর/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর