রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

লেনদেন কমলেও শেয়ারদর বেড়েছে বেশিরভাগ কোম্পানির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১০:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কিছুটা কমেছে। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, এদিন ডিএসই’র লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৫ পয়েন্টে।


বিজ্ঞাপন


অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৫৪টির অপরদিকে অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির বাজারদর।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর