ভ্রমণকারীদের সুবিধা বৃদ্ধি ও ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফার্স্টট্রিপ এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ইবিএল স্কাইপে - ইবিএলের অনলাইন পেমেন্ট গেটওয়ে পরিষেবা সংক্রান্ত এ চুক্তি হয়।
ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএলের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রধান আহসান উল্লাহ চৌধুরী এবং ইউএস-বাংলা গ্রুপ ওটিএ-এর গ্রুপ সিওও সোহেল মজিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
এই অংশীদারিত্বের আওতায়, ইবিএল ও ফার্স্টট্রিপ ইবিএল স্কাইপের মাধ্যমে ফার্স্টট্রিপ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিশেষ অফার এবং নির্বিঘ্ন বুকিংয়ের অভিজ্ঞতা প্রদান করবে।
অনুষ্ঠানে ইবিএলের এম-কমার্স ও ই-কমার্স বিভাগের প্রধান ফয়সাল এম. ফাতেহ-উল ইসলাম, অ্যাকুইজিশন ও পার্টনারশিপ বিভাগের প্রধান মো. আরিফুল হক, মার্চেন্ট অ্যাকুইজিশন, ই-কমার্স ইউনিটের প্রধান সাইফ বিন রশিদ এবং ফার্স্টট্রিপের সিওও হাসনাইন রফিক এবং মার্কেটিং বিভাগের প্রধান মীর তাজমূল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে ভ্রমণকারীদের প্রিমিয়াম মূল্য এবং সুবিধা দিতে ফার্স্টট্রিপ সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ, ইবিএলের সঙ্গে এই চুক্তি সেটিই তুলে ধরে।