আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে র্যাংগস ই-মার্টের ঈদ ক্যাম্পেইন ‘ঈদের খুশি Extremely বেশি’, যেখানে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ধরনের অনেক অফার।
রোববার (৯ মার্চ) র্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, সিওও ইরাজ এইচ. সিদ্দিকী, হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান ও অন্যান্য অফিশিয়ালস।
বিজ্ঞাপন
ক্যাম্পেইন সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘ঈদুল ফিতরের আনন্দকে আরও বাড়াতে র্যাংগস ই-মার্ট গ্রাহকদের দিচ্ছে বিভিন্ন আকর্ষণীয় ডিল ও অফারস। এর লক্ষ্য হলো বিভিন্ন সারপ্রাইজ ও পুরষ্কার দিয়ে গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলা।’
র্যাংগস ই-মার্টের ঈদ ক্যাম্পেইনের আওতায় র্যাংগস ই-মার্ট ইলেক্ট্রনিক পণ্য ক্রয়ে থাকছে ফ্রি গিফট, সর্বোচ্চ ৫৩ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়, ২৪ মাস পর্যন্ত ফ্রি ইএমআই সুবিধা, এক্সচেঞ্জ অফার। এছাড়া এলজি ওএলইডি টিভি— যার বাজার মূল্য ৪,৪৯,০০০ টাকা, জেতার আকর্ষণীয় সুযোগ। এর সঙ্গে ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করলে থাকছে অতিরিক্ত ছাড় সুবিধা। এর মধ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি কার্ডে ১০ শতাংশ, লংকাবাংলা ব্যাংকের কার্ডে ১০ শতাংশ ও ব্যাংক এশিয়ার কার্ডে ৭ শতাংশ পর্যন্ত ছাড় (শর্ত প্রযোজ্য)।
ক্রেতারা আও পাবেন বিনামূল্যে ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা। অনলাইন কেনাকাটা ও ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে rangsemart.com.bd ভিজিট করে অথবা ১৬৬০৭ হটলাইন নম্বরে।
বিইউ/এমএইচটি

