বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

কমল স্বর্ণের দাম, দাম কত?

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরি প্রতি ১ হাজার ৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন এক লাখ ৫১ হাজার ৯০০ টাকা বিক্রি হয়েছিল।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।


বিজ্ঞাপন


নতুন দর অনুযায়ী, রোববার থে‌কে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতনী পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত তিন দিন ২২ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকায় বিক্রি হয়ে আসছিল। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা বিক্রি করা হচ্ছিল।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা বিক্রি হচ্ছে।

টিএই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন