পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলসের বিষয়ে টাস্কফোর্সের খসড়া সুপারিশ নিয়ে এই মতামত আহ্বান করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসি কর্তৃক গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ ইতোমধ্যে ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’ এর যুগোপযোগীকরণের জন্য খসড়া সুপারিশ কমিশনের কাছে জমা দিয়েছে।
বিজ্ঞাপন
পুঁজিবাজার সংস্কার ও উন্নয়নে টাস্কফোর্সের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে বিএসইসি। এরই অংশ হিসেবে, পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য এই সুপারিশগুলো গুরুত্ব পাবে। বিএসইসি, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’ সম্পর্কিত এই সুপারিশগুলোর ওপর সংশ্লিষ্ট সকলের মতামত চাচ্ছে।
এ ব্যাপারে, সংশ্লিষ্ট সকলকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত তাদের মতামত পাঠানোর জন্য বলা হয়েছে। মতামত পাঠানোর জন্য ই-মেইল ঠিকানা দুটি দেওয়া হয়েছে— মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা সংক্রান্ত মতামতের জন্য: [email protected] ও মার্জিন রুলস সংক্রান্ত মতামতের জন্য: [email protected]
টিএই/এইউ

