শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

আরও আট শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গ্যাসের চাপ কম থাকতে পারে
ফাইল ছবি

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও আট শতাধিক সংযোগ বিচ্ছিন্ন বিপণন সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। সোমবার দিনভর অভিযান চালিয়ে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।


বিজ্ঞাপন


তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ,সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিতাস জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ৩ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফজলে ওয়াহিদের নেতৃত্বে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন আবিবি-রূপগঞ্জ-এর সার্বিক সহযোগিতায় বরাব বাসস্ট্যান্ড সংলগ্ন এবং রূপনগর, রূপসী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট 'কাবাব ঘর রেস্টুরেন্ট'-এর মালিককে ২০ হাজার টাকা এবং 'নিউ আল-মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড'-এর মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৫০০টি বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২" ডায়া বিশিষ্ট এবং ৩/৪" ডায়া বিশিষ্ট ১৫০ ফুট পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়েছে। 

এছাড়াও তিতাস গ্যাসের ভিজিল্যান্স শাখা( নারায়ণগঞ্জ ও সোনারগাঁও) গতকাল পরিদর্শনে আমজাদ ডাইং লি: এর মিটারে অবৈধ হস্তক্ষেপের আলামত পাওয়ার পর গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। একই দিনে মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪ ও মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ-৪ কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় বাসা-৫৩, রোড-৮, ব্লক-এ, মিরপুর-১-এ একটি আবাসিক সংযোগ পরিদর্শনকালে গ্যাস সংযোগ সংক্রান্ত কোনো কাগজপত্র প্রদর্শন করতে না পারায় ৩ টি দ্বি-মুখী চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বাসা-৭, রোড-৫, ব্লক-সি, মিরপুর-১ এ অপর একটি আবাসিক সংযোগ পরিদর্শনকালে গ্রাহকের স্ত্রী পরিচয়ে এক মহিলার বাঁধা প্রদর্শনের কারণে গ্রাহক সংকেতসহ চুলার তথ্য জানা যায়নি, কিন্তু গ্রাহকের ভাষ্যমতে অনুমোদিত চুলা-১টি এর জায়গায় অনুমোদন অতিরিক্ত চুলা ৯টি পাওয়া যাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

টিএই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর