শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

ঢাকায় গৃহসজ্জার মেলায় আধুনিক প্রযুক্তি ও পণ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

ঢাকায় গৃহসজ্জার মেলায় আধুনিক প্রযুক্তি ও পণ্য

ঢাকায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী গৃহসজ্জা ও ফার্নিচার তৈরির প্রযুক্তি নিয়ে 'ইনটেক এক্সপো' আয়োজন করা হচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে চলা এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় আসবাবপত্র, লাইটিং, হোম অটোমেশনসহ অত্যাধুনিক নানা পণ্য প্রদর্শন করা হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড। তারা জানান, মেলায় ফার্নিচার, সিরামিক, লাইটিং, হোম অটোমেশন, ইন্টেরিয়র উপকরণসহ আরও নানা ধরনের লাইফস্টাইল পণ্য প্রদর্শিত হবে। বিশ্বের নয়টি দেশের ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যা ৮০টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করবে। মেলার পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশন এবং মেটাল টেক সলিউশন।


বিজ্ঞাপন


উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান জানান, এই মেলা ফার্নিচার এবং উডওয়ার্কিং খাতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এখানে উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী, ছাত্র-ছাত্রীসহ এ খাতে আগ্রহী সবাই একত্রিত হতে পারবেন। মেলা তাদেরকে নতুন পণ্য এবং প্রযুক্তি সম্পর্কে ধারণা দেবে।

বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিডকোয়া) সভাপতি মোহাম্মদ আলী ভূইঞা বলেন, ইন্টেরিয়র খাত বর্তমানে সম্ভাবনাময়, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের আয় বাড়ছে এবং তারা ঘর সাজাতে আগ্রহী। বিদেশে ইন্টেরিয়র পণ্যের বড় বাজার রয়েছে, যদি সহযোগিতা পাওয়া যায় তবে এই খাত পোশাক শিল্পের পর দ্বিতীয় বৃহত্তম শিল্পে পরিণত হতে পারে। এ মেলা সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

এফ টাচ ইভেন্টসের পরিচালক সোহেল রানা বলেন, এই মেলা ইন্টেরিয়র, এক্সটেরিয়র পেশাজীবী, আর্কিটেক্ট এবং গৃহসজ্জায় আগ্রহী দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এখানে তারা প্রয়োজনীয় পণ্য দেখার সুযোগ পাবেন এবং নতুন গৃহসজ্জার পণ্য সম্পর্কে জানবেন।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ছাড় ও অফার থাকবে। মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং দর্শনার্থীদের জন্য প্রবেশ মুক্ত থাকবে।


বিজ্ঞাপন


টিএই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর