পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে অবৈধ সিন্ডিকেট ও ভেজালকারীরা। ঢাকার ডেমরাতে সুন্দর চকচকে মোড়কে প্রস্তুত করা হচ্ছিলো অবৈধ ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম তেল। বিএসটিআই’র মোবাইল কোর্টে ধরা পড়েছে অবৈধ প্রতিষ্ঠানটি। এসকল মালামাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানাসহ সিলগালা করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিএসটিআই’র মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র ফিল্ড অফিসার প্রকৌশলী এ এন এম ফরহাদ হোসেন দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, ডেমরার আমুলিয়া মডেল টাউনে আল আকসা গুড ফুড লিমিটেড নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতীত আফান ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম তেল জাতীয় পণ্যসমূহ বোতলজাত করছে। প্রতিষ্ঠানটি অবৈধভাবে পণ্যের মোড়কে বিএসটিআই’র মানচিহ্ন ও ভুয়া কিউআর কোড ব্যবহারপূর্বক পণ্যসমূহ বিক্রয়-বিতরণ ও বাজারজাতকরণ করে আসছে। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়।
বিএসটিআই মহাপরিচালক বলেন, এক ধরনের অসাধু ব্যবসায়ীরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে। আমারাও এ ধরনের লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিষয়ে সজাগ আছি এবং প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রমজানকে সামনে রেখে বিএসটিআই’র মোবাইল কোর্ট ও সার্ভেল্যান্স টিম আরও বেশি সক্রিয়।
নকল ও ভেজাল থেকে পরিত্রাণের জন্য তিনি পণ্যের মোড়কে বিএসটিআই প্রদত্ত কিউআর কোড স্ক্যান করে বিএসটিআই’র লাইসেন্স নিশ্চিত হয়ে পণ্য ক্রয়ের আহ্বান জানান।
এফএ