বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দাম রয়েছে নাগালের মধ্যেই। তবে বাজারে নয়, ভ্যান গাড়ি থেকেই সবজি কিনতে স্বস্তি বোধ করছেন ক্রেতারা। এতে করে বাজারের সবজি বিক্রেতারা ক্রেতা হারাচ্ছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর মালিবাগ, শান্তিবাগ কাঁচাবাজার ও খিলগাঁও বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
বাজারের সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত রয়েছে। এতে করে সবজির দামও নাগালের মধ্যে। গত এক সপ্তাহ যাবত সবজির দামও স্থিতিশীল অবস্থায় রয়েছে। দু একটি নতুন সবজির দাম কিছুটা বাড়তি হলেও অধিকাংশ সবজি আগের দামেই রয়েছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত সবজি থাকায় অনেকেই ভ্যান গাড়ি নিয়ে পাড়া মহল্লার মধ্যে সবজি বিক্রি করছেন। এতে করে ক্রেতারা হাতের নাগালে সবজি পাওয়াতে ওখান থেকেই সবজি কিনছেন। যার কারণে বাজারের সবজি ব্যবসায়ীরা ক্রেতা হারাচ্ছেন। এতে করে তাদের বিক্রিও অনেকটাই কমে গেছে।
এদিকে সকাল থেকেই রাজধানীর প্রতিটি মহল্লায় ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা। বাজার এবং মহল্লার সবজির দামের কিছুটা তফাৎও রয়েছে। তাই অধিকাংশ ক্ষেত্রে তারা ভ্যান গাড়ি থেকে সবজি কিনে স্বস্তি বোধ করছেন। আবার অনেকে নিচে না নেমে বাসার বারান্দা থেকেই ভ্যান গাড়ি থেকে সবজি কিনছেন। রশির সঙ্গে ব্যাগ বেঁধে সবজি বিক্রেতার কাছে ব্যাগ পাঠাচ্ছেন এবং ওই ব্যাগে করে বাসায় সবজি তুলছেন।

বিজ্ঞাপন
আজকে বাজারে টমেটো ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, শিম ৩০-৪০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, সাদা গোল বেগুন ৫০ টাকা, শসা ৫০-৬০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, শালগম ৩০ টাকা, ঢেঁড়শ ৮০ টাকা, পটোল ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আর মানভেদে প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা দরে।
খিলগাঁও কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী মো. সোহেল বলেন, বাজারে শীতকালীন পর্যাপ্ত সবজি থাকায় সরবরাহ অনেক বেড়েছে। তবে বিক্রি তেমন বাড়েনি। প্রতিটা মহল্লার মধ্যে ভ্যান গাড়িতে সবজি বিক্রি করা হচ্ছে। ভ্যান গাড়ির মধ্যে সকল ধরনের সবজি মিলছে তাই ক্রেতারা বাজারে খুব কম আসছে। এতে করে আমাদের ব্যবসা তেমন ভালো যাচ্ছে না।
এমই/এএস

