শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

loading/img

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম স্বাভাবিক রয়েছে। তবে ভোজ্য তেলের দাম বাড়ানোর এক মাসের বেশি সময় হলেও এখনো স্বাভাবিক হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর মালিবাগ, শান্তিবাগ কাঁচাবাজার ও খিলগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


ভোজ্যতেলের দাম বাড়ানোর দেড় মাসের বেশি সময় পরও বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট কাটেনি। বরং নতুন করে বাজারে খোলা সয়াবিন তেলেরও সংকট দেখা দিয়েছে। এতে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। সরকারি নজরদারির অভাবে এমনটি হচ্ছে বলে অভিযোগ করছেন বিক্রেতারা। 

বাজারে বোতলজাত পাঁচ লিটারের তেলের সরবরাহ কিছুটা থাকলেও এক ও দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। হাতে গোনা দু-একটি দোকানে দুই লিটারের বোতল পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখা হচ্ছে।

9

বিক্রেতাদের অভিযোগ তেলের কোম্পানিগুলোকে অর্ডার দিলেও তেল পাচ্ছেন না তারা। তাদের ঘোরানো হচ্ছে। তেলের দাম বাড়ানোর পর থেকেই বোতল জাতের এমন কৃত্রিম সংকট চলছে বলে জানান তারা। 


বিজ্ঞাপন


আজকে বাজারে টমেটো ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা, দেশী গাজর ৬০ টাকা, শিম ৩০-৪০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, সাদা গোল বেগুন ৫০ টাকা, শসা ৫০-৬০ টাকা, করলা  ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, শালগম ৩০ টাকা, ঢেঁড়শ ৮০ টাকা, পটোল ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

আর মানভেদে প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা দরে।

10

বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়, হাঁসের ডিম ২৪০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ টাকা কেজি, দেশী মুরগি কেজি বিক্রি হচ্ছে ৫৮০ টাকা। 

গরুর মাংস কেজি ৭৫০ টাকা, খাসির মাংস কেজি ১২০০ টাকা, প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে সাড়ে ৮৫০ থেকে এক হাজার টাকা, কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছে ৬০০ টাকা হালি। 

মালিবাগের বাসিন্দা মো. ওয়াসিম ঢাকা মেইলকে বলেন, শীতকালে বাজারে সবজি পর্যাপ্ত থাকায় দাম স্বাভাবিক রয়েছে। কিন্তু অন্যান্য জিনিস তো নাগাদের বাইরে চলে গেছে। মাছ মাংস তেল সবকিছু বাড়তি দামে কিনতে হচ্ছে। আবার একাধিক পণ্যে ভ্যাট বাড়িয়েছে সরকার। কিন্তু সরকার ৫ টাকা বাড়ালে ব্যবসায়ীরা ১০ টাকা বাড়িয়ে দেয়। মানুষের খরচ সব দিকে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আয় বাড়েনি। আয় আর ব্যয়ের তফাত অনেক। বর্তমান সময়ের আয় দিয়ে জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে।

এমই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর