শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

ভোজ্যতেল আমদানিতে আরও ৫ শতাংশ ভ্যাট কমল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

ভোজ্যতেল আমদানিতে আরও ৫ শতাংশ ভ্যাট কমল

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


বিজ্ঞাপন


এর আগে, বাজারে চাল, আলু, পেঁয়াজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে শুল্ক অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। 

উল্লেখ্য, তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় ৫ (পাঁচ) শতাংশ মূসক (মূল্য সংযোজন কর) অব্যাহতি প্রদান করা হয়। ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসক বলবৎ থাকল।

এনবিআর মনে করে, উল্লিখিত মূসক অব্যাহতির ফলে ভোজ্যতেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তাদের বর্ধিত মূল্যে ভোজ্য তেল কিনতে হবে না।

আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোজ্যতেলের এ অব্যাহতি সুবিধা বলবৎ থাকবে।


বিজ্ঞাপন


এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর