সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিত্যপণ্যের বাজার এলোমেলো 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

নিত্যপণ্যের বাজার এলোমেলো 

বাজারভেদে নিত্যপণ্যের দামে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। আবার একই এলাকার বাজারে একদাম এবং ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে ভিন্ন দামও দেখা যাচ্ছে। বিশেষ করে সবজি দামে এমন ভিন্নতা বেশি দেখা যাচ্ছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টােবর) ও শুক্রবার (১ নভেম্বর) নগরীর কয়েকটি এলাকা ঘুরে সবজির দামের ভিন্নতা দেখা গেছে। 


বিজ্ঞাপন


শুক্রবার সকালে নগরীর ধানমন্ডি এলাকায় প্রতি কেজি টমেটো বিক্রি হতে দেখা গেছে ২০০ টাকায়৷ অথচ মোহাম্মদপুর এলাকায় সেই টমেটো ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আবার ধানমন্ডিতে শিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে। একই শিম মোহাম্মদপুরবাসী কিনছেন ১৪০ টাকায়। 

বাজার দরের মিল দেখা গেছে মিরপুর ও মোহাম্মদপুরে। দুই এলাকার বাজারেই বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। 

মিরপুর শাহ আলী বাজারে করলা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। একই সবজি মোহাম্মদপুরে ৮০ টাকার কমে মিলছে না।

মিরপুর ও মোহাম্মদপুরের বাজারে কাঁকরোল বিক্রি হতে দেখা গেছে ১০০ টাকা কেজি দরে। ধানমণ্ডি এলাকায় কাঁকরোল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

হঠাৎ অস্থির আলুর বাজার, কেজিতে বেড়েছে ১৫ টাকা

মিরপুর-১ নম্বর, গাবতলি ও মোহাম্মদপুর এলাকায় লাউ বিক্রি হতে দেখা গেছে ৪০ টাকা পিস দরে। তবে এই দামে লাউয়ের দেখা মেলেনি ধানমণ্ডির সংকর, ধানমন্ডি ১৫ নম্বর এলাকায়। এসব এলাকার বাসিন্দাদের প্রতিটি মাঝারি আকারের লাউয়ের পেছনে গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। 

মোহাম্মদপুর-মিরপুর, হাজারীবাগ এলাকায় পটল ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙে ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

ধানমন্ডি, শুক্রাবাদ ও রাজাবাজার এলাকায় একই সবজি কিনতে কেজি প্রতি বেশি গুনতে হচ্ছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত৷ 

এদিকে বৃহস্পতিবার ৫০ থেকে ৬০ টাকা দাম ছিলো শশার। এক রাতের ব্যবধানে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে শশার দাম। বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুরের ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মো. কামাল ঢাকা মেইলকে বলেন, শুক্রবার সব সবজির দামই একটু বেশি থাকে। সালাদে লাগে এমন জিনিসের দাম একটু বেশি বাড়ে।

বাজার দরের নানা তারতম্যের মাঝেও সকল এলাকায় প্রায় একই দাম দেখা গেছে কাঁচামরিচের। এই নিত্যপণ্য বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।

এদিকে শীতের সবজির মধ্যে ফুলকপি ও বাঁধাকপির দাম এখন আকাশছোঁয়া। ছোট আকারের একেকটি কপি মোহাম্মদপুর ও মিরপুরে ৫০ থেকে ৬০ টাকা পিস দরে বিক্রি হতে দেখা গেছে। একই আকারে এই সবজি কিনতে ধানমন্ডি এলাকায় গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত। 

কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর