শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

পাচার হওয়া অর্থ ফেরত আনা বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকার এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।

রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স কাজ করছে। এজন্য আলাদা কমিশন গঠনের প্রয়োজন নেই। অর্থ পাচারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য কারিগরি সহায়তা দরকার। তবে কবে নাগাদ টাকা ফেরত আসবে সুনির্দিষ্টভাবে এখনই বলা যাবে না।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজারে স্বস্তি ফেরাতে সরকারি-বেসরকারি উদ্যাগে কাজ করছে। টিসিবি, ওএমএস, কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে। এর সাথে বেশ কিছু বেসরকারি উদ্যোগও আছে, যা আমরা স্বাগত জানিয়েছি।

তিনি আরও বলেন, ডিমের মতো সবজিসহ অন্য পণ্যের দামেও স্বস্তি আসবে। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির আওতা আরও বাড়ানো হবে।  ঢাকার বাইরেও টিসিবির পণ্য বিক্রি বাড়ানো হবে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর