শেখ হাসিনার পতনের কয়েক দিন আগেও ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
বিজ্ঞাপন
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারে বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২০০৮ সালের জানুয়ারি থেকে একটানা ১৭ বছর বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার। বিভিন্ন ব্যাংক থেকে শেখ হাসিনাকে অনুদান পাইয়ে দেওয়ার কাজ তিনি করতেন। শেখ হাসিনার পতনের কয়েক দিন আগেও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দিয়েছিলেন, যেকোনো মূল্যে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন।
বিজ্ঞাপন
তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান এই ব্যবসায়ী নেতা। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
জেবি