মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

রেমিট্যান্স আসবে প্রবাসী কল্যাণ ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

টাকা-ডলার অদলবদল সুবিধা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমেই রেমিট্যান্স পাঠানো যাবে। এ বিষয়ে সিটি ব্যাংক পিএলসি’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষর হয়।
 
চুক্তি অনুযায়ী এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারবেন। প্রেরিত রেমিট্যান্স ঋণ সমন্বয়ের পর বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।
 
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন।
 
অনুষ্ঠানে উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর