শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

টাকা পাচারকারীদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না: গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

টাকা পাচারকারীদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না: গভর্নর
ছবি- সংগৃহীত

দেশ থেকে যারা টাকা নিয়ে গেছে তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান। 


বিজ্ঞাপন


গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের একার পক্ষে অর্থপাচার রোধ করা সম্ভব নয়। আন্তর্জাতিক পরিস্থিতি ফলো করে দেশের টাকা দেশে ফিরিয়ে আনা হবে। যারা দেশ থেকে টাকা নিয়ে গেছে, তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না।

আরও পড়ুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ

তিনি আরও বলেন, সেন্ট্রাল ব্যাংকের মূল দায়িত্ব হচ্ছে মূল্যস্ফীতি কমিয়ে আনা।

ড. মনসুর বলেন, আর্থিক খাত বিপর্যস্ত অবস্থায় আছে। কিছু ব্যাংকে সরকারিভাবে সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে।


বিজ্ঞাপন


দেশের ব্যাংকিং খাতের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে গভর্নর আরও বলেন, ব্যাংকগুলোতে পুনরায় কর্মপরিবেশ তৈরি করতে হবে এবং ঢেলে সাজাতে হবে।

তিনি বলেন, ব্যাংকিং খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। সমস্যা ড্রয়ারের মধ্যে তালা দিয়ে রাখলে হবে না, তার জন্য প্রয়োজন সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর